(QMS) Quality Management System in apparel industry.
Quality Management System,
What is QMS?
QMS stands for Quality Management System. It is a framework of policies, processes, procedures, and records used by organizations to ensure that they meet customer requirements and achieve continual improvement in their products or services.
A QMS provides a structured approach to managing quality by outlining the roles and responsibilities of employees, establishing quality objectives and metrics, and ensuring that quality-related activities are carried out consistently and effectively. It also includes regular monitoring, measurement, and analysis of processes and results, and taking corrective actions where necessary.
QMS standards such as ISO 9001 provide a set of internationally recognized best practices for implementing a QMS. Implementing a QMS can help organizations improve their product or service quality, reduce costs and waste, increase efficiency, and enhance customer satis
Quality Management System ((QMS) হচ্ছে একটি আনুষ্ঠানিক ব্যবস্থা যেটি তথ্য প্রক্তিয়াকরণ পদ্ধতি ও নির্দিষ্ট দায়িত্ব বন্টনের মাধ্যমে কোম্পানির নির্ধারিত পলিসি এবং এর উদ্দেশ্য অর্জনে কাজ করে । QMS প্রত্যক্ষভাবে সংগঠনের কার্যক্রামর সাথে কাস্টমার এবৎ মালিকের চাহিদার সমন্বয় সাধন করে এবং ক্রমাগত উন্নয়নের ভিত্তিতে সংগঠনের কার্যকারীতা এবং দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে।
Quality Management System: এটি কে তিনটি অংশে ভাগ করলে আমরা যা পাব তা হলঃ
Quality:
1. Fitness for purpose
2. Excellence
3. Meeting Customer Expectation Not just Need
Management:
1. Planning
2. Organizing
3. Directing
4. Controlling
5. Structuring
System:
1. Work Culture.
2. Frame Work.
3. Policies and Procedures.
Or,
Q= (Productivity + Customer satisfaction)/Cost
বা, Q= P (Profit) = MS (Market Share)
অতএব Q: Sustainability
সুতরাং বলা যায়, The benefit of systemic process to create consistency.
Quality Management System আটটি নীতির উপর ভিত্তি করে গঠিত নিম্মে তা উল্লেখ করা হল:
1. Customer focus
2. Leadership
3. Involvement of people
4. Process approach
5. System approach to management
6. Continuous improvement
7. Factual approach to decision making
8. Mutually beneficial supplier relationships
Quality Management System PDCA tools এর উপর ভিত্তি করে গঠিত।
উন্নয়নের জায়গা সনাক্ত করার জন্য তথ্য ব্যবহার করার সময় Supplier কে নির্দিষ্টভাবে জানাতে হবে কোথায় Action প্রয়োজন ৷ এটিই সবচেয়ে কার্যকরী পন্থা এবং এটি আরও প্রমান করে Action এর জন্য কাঙ্খিত ফলাফল পাওয়া গিয়াছে অথবা যায়নি I
👉Thank you for reading this article, Please share this and support to my website grow further.
0 Comments