LIGHT SOURCE IN LIGHT BOX
আলোর বাক্সে আলোর উৎস
কাপড় এর সেড দেখার লাইট সোর্স গুলির নাম ও কাজ জেনে নিন
লাইট সোর্স :
D65 :
বায়ার এই লাইটে কাপড় কে মিলিয়ে নিতে চায়। D65 এর আলো বলতে বোঝায় দুপুর এর উজ্জ্বল আলো।
TL 84 :
মেটামারিজম চেক করি, আর সেড এ ব্লু আর গ্রিন এর পরিমাণ বেশী আসে কিনা তা এই লাইট দিয়ে চেক করি।
Florocent :
মেটামারিজম চেক করি, আর সেড এ রেড এর পরিমাণ বেশী আছে কিনা তা এই লাইট দিয়ে চেক করি। এই লাইট স্ট্রিট লাইট এর মতো এর আলো লাগে।
UV :
আমরা এক মাত্র হোয়াইট কাপড় চেক করতে এই লাইট ব্যাবহার করি। এর নিচে হোয়াইট আর ফ্লোরসেন্ট কালার গ্লো করতে দেখা যায়।
CWF:
এটি কুল হোয়াইট ফ্লোরোসেন্ট লাইট এটি বিষেশ কিছু বায়ার এর জন্য ব্যাবহার করা হয়। যেমন : H&M
Normal Tube Light :
আমাদের লাইট বক্স না থাকলে ম্যানুয়ালি আমরা সাধারন টিউব লাইটে কাপড় এর সেড দেখি। যদিনা বায়ার লাইট সোর্স মেনশন করে না দেয়। তবে মেনশন করে দিলে নরমাল টিউব লাইটে দেখা যাবে না।
45 ডিগ্রীতে এংগেলে লাইট বক্সে সেড দেখতে হয় ।
লাইট বক্সের লাইট গুলির লাইফটাইম ১৩০০ ঘন্টা।
1. D-65, - International standard Artificial Daylight.
2. TL-83, TL-84, - Applied to stores in Europe/Applied to stores in Europe, Japan and China.
3. A-LIGHT - "Sun-setting Light Yellow" incandescent light source(imitation of sunset)
4. UV-LIGHT- Viewing under ultraviolet light to detect and evaluate optical brighteners or fluorescent pigments.
5. F-LIGHT - "Sun-setting Light Yellow" incandescent light source(imitation of sunset)
6. U30, U35, - Warm White Fluorescent, American Standard.
7. CWF, - (Cool White Fluorescent)American Standard,
0 Comments